দুই ঈদের আনুষ্ঠানিকতা
২:২৮৫ শেষ অংশে সংখ্যা পূরনের পর অর্থাৎ রমজান মাসের সিয়াম শেষ করার পর, আল্লাহ যে হেদায়েতের পথ দেখিয়েছেন (mahadakum ) তার জন্য আল্লাহর বড়ত্ব/ মহত্ত্ব প্রকাশ করো (tukabbirullaha )এবং তার শুকরিয়া বা কৃতজ্ঞতা প্রকাশ কর (taskurun) যে ভাবে তোমাদেরকে শেখানো হয়েছে (la allakum) অর্থাৎ রাসুলের মাধ্যমে যে শুকরিয়া প্রকাশের তাকবির সমুহ পেয়েছি , মাস পূর্ণ করে যে ঈদ অনুষ্ঠান করি , অতিরিক্ত তাকবির বলি । এর সাথে ২২:৬৮- mansakan এবং ৫:৫৮- এর manhaza ও shariya অনুধাবন করা যেতে পারে । একই সূত্রে ২:১৮৫ এর শেষ আয়তাংশের wa li tukabirullaha ala ma hadakum এই একই বিধান রয়েছে ২২:৩৭ আয়াতে । অর্থাৎ দুই ঈদের বা উৎসবের দিনের ,( iyaomul jinat ২০:৫৯) করণীয় আমাদের রাসূল ছাড়া আর কেহই দেখাতে পারেন কি । কুরবানীর ঈদ শুধু কি হাজীদের না কি সবার ? এর জবাবও কুরআনই আছে । দেখুন : ২২:২৬ থেকে ৩৩ পর্যন্ত (একটি অনুচ্ছেদ বা রুকু ) যারা বায়তুল্লাহ তে হজ্জে গেছেন তাদের জন্য নির্ধারিত । আর, ২২:৩৪ থেকে ৩৮ পর্যন্ত (একটি অনুচ্ছেদ বা রুকু ) প্রত্যেক জাতির জন্য পশু কুরবানীর অনুষ্ঠান বা মু...