Posts

Showing posts from March, 2025

দুই ঈদের আনুষ্ঠানিকতা

   ২:২৮৫ শেষ অংশে সংখ্যা পূরনের পর অর্থাৎ রমজান মাসের সিয়াম শেষ করার পর, আল্লাহ যে হেদায়েতের পথ দেখিয়েছেন (mahadakum ) তার জন্য আল্লাহর বড়ত্ব/ মহত্ত্ব প্রকাশ করো (tukabbirullaha )এবং তার শুকরিয়া বা কৃতজ্ঞতা  প্রকাশ কর (taskurun) যে ভাবে তোমাদেরকে শেখানো হয়েছে (la allakum) অর্থাৎ রাসুলের মাধ্যমে যে শুকরিয়া প্রকাশের তাকবির সমুহ পেয়েছি , মাস পূর্ণ করে যে ঈদ অনুষ্ঠান করি , অতিরিক্ত তাকবির বলি । এর সাথে ২২:৬৮- mansakan এবং ৫:৫৮- এর manhaza ও shariya অনুধাবন করা যেতে পারে । একই সূত্রে ২:১৮৫ এর শেষ আয়তাংশের wa li tukabirullaha ala ma hadakum এই একই বিধান রয়েছে ২২:৩৭ আয়াতে । অর্থাৎ দুই ঈদের বা উৎসবের দিনের ,( iyaomul jinat ২০:৫৯) করণীয় আমাদের রাসূল ছাড়া আর কেহই দেখাতে পারেন কি । কুরবানীর ঈদ শুধু কি হাজীদের না কি সবার ? এর জবাবও কুরআনই আছে । দেখুন :  ২২:২৬ থেকে ৩৩ পর্যন্ত (একটি অনুচ্ছেদ বা রুকু ) যারা বায়তুল্লাহ তে হজ্জে গেছেন তাদের জন্য নির্ধারিত । আর, ২২:৩৪ থেকে ৩৮ পর্যন্ত  (একটি অনুচ্ছেদ বা রুকু ) প্রত্যেক জাতির জন্য পশু কুরবানীর অনুষ্ঠান বা মু...

কবর ওয়াক্ত সালাম কালেমা হাদীস

 কুরআন অনুসারে : ১. কবরে নেয়ার মুহূর্তে অর্থাৎ মৃত্যু ক্ষণে ফেরেশতাদের সাথে প্রশ্নের সম্মুখীন হতে হয় । তারপর আল্লাহ্ করেন কবরস্থ। (আমরা দাফন করি বা ভাসিয়ে দেই বা পুড়িয়ে ফেলি, অর্থাৎ এই কবর কবর না ) । মরণের পর কেহ পাবে আরামের ঘুম আর কেহ পাবে অশান্তি অস্থিরতা কিয়ামত পর্যন্ত ।  ২. লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ্ এই কালিমা কোন জ্ঞানী মুসলিম বলবে না, এই কালেমা কুরআনে নাই, তাই কোন সহীহ হাদীসেও থাকতে পারে না । এখানে আল্লাহু মুহাম্মাদু হয়ে গেছে , দুই কালেমা একসাথে লেখাটাই ভুল । এজন্য মসজিদে, গাড়িতে, বাসে, ট্রাকে , বাড়িতে, অটোতে আল্লাহু মুহাম্মাদু প্রচার হয়েছে কিন্তু কুরআনে আল্লাহু মুহাম্মাদু নাই । ৩. হাদিসের মধ্যে মিথ্যা হাদিসের সংখ্যাই বেশি । যে হাদীস রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত পৌঁছেছে কুরআনের আয়াতের সাথেও মিলেছে সেই হাদীস অস্বীকার কারী কক্ষনোই কুরআনের অনুসারী নয়, সে ফিতনা ছড়াচ্ছে । ৪. আসসালামু আলাইকুম কুরআনে আছে । সালামুন আলাইকুমও কুরআনে আছে । কিন্তু উভয়টির ক্ষেত্রেই ওয়া রাহমাতুল্লাহ যুক্ত করে বলাই কুরআনের আলোকে যুক্তিযুক্ত। ৫. ...

৫ ওয়াক্ত সলাতের রূপায়ণ :

Image
 ৫ ওয়াক্ত সলাতের রূপায়ণ : দিনে রাতে মোট ৫টি সময়ের নামের সাথে সলাতের সম্পৃক্ততা লক্ষ্যণীয়। যেমন সূর্য মাথার উপর স্থির হলে আমরা বলি ঠিক দুপুর । হেলে পড়লে আরবীয় দেশে বলে দুলুকেস সামস এই সময়ে সলাত আদায়ের পর একটু রেস্ট বা কায়কুলা করা হয়। কায়কুলা বিষয়টিও কুরআনে আছে । আল্লাহ্ বলেন: সূর্য হেলিয়া পড়িবার পর হইতে রাত্রির ঘন অন্ধকার পর্যন্ত সালাত কায়েম করিবে (যোহর, আসর, মাগরিব, এসব) এবং কায়েম করিবে ফজরের কুরআন (সালাত)। নিশ্চয়ই ফজরের কুরআন /সালাত সাক্ষী উপস্থিতির সময়। اَقِمِ الصَّلٰوةَ لِدُلُوْكِ الشَّمْسِ اِلٰى غَسَقِ الَّيْلِ وَقُرْاٰنَ الْـفَجْرِ‌ؕ اِنَّ قُرْاٰنَ الْـفَجْرِ كَانَ مَشْهُوْدًا সূরা নম্বর: ১৭ আয়াত নম্বর: ৭৮ এবং রাত্রির কিছু অংশে তাহাজ্জুদ কায়েম করিবে, ইহা তোমার এক অতিরিক্ত কর্তব্য। আশা করা যায় তোমার প্রতিপালক তোমাকে প্রতিষ্ঠিত করিবেন প্রশংসিত স্থানে। وَمِنَ الَّيْلِ فَتَهَجَّدْ بِهٖ نَافِلَةً لَّكَ ‌ۖ  عَسٰۤى اَنْ يَّبْعَـثَكَ رَبُّكَ مَقَامًا مَّحْمُوْدًا সূরা নম্বর: ১৭ আয়াত নম্বর: ৭৯ তুমি সালাত কায়েম কর দিবসের দুইটি অংশে (যোহর, আসর)  ও রজনীর প্রথমাংশে (মাগরি...