Hayatunnabi
হায়াতুন্নাবী রাসুল সাঃ এর নামে প্রচলিত যে কোন হাদিস বা সুন্নাহ বাতিল বলে গণ্য হবে যদি তা কুরআন মাজিদের সাথে সাংঘর্ষিক হয় সরলিকরনঃ হায়াতুদ্দুনিয়া = দুনিয়ার জীবন হায়াত আল আখিরা = পরকালের জীবন হায়াত ন্নাবী = নবীর জীবন । উপস্থাপনায়ঃ প্রকৌশলী মুহাম্মাদ শাহা আলাম, এমবিএ ১১৪, পশ্চিম নাখালপাড়া, তেজগাঁও, ঢাকা ০১৯৭৯১১৯০৮২ ভূমিকাঃ কিছু মানুষের আকিদা এমন যে, রাসুল সাঃ হায়াতুন্নবী অর্থাৎ তিনি জিন্দা বা জীবিত নাবী, মাটির কবরে জীবিত আছেন, শরীর আমদের মতই অটুট আছে, অর্থাৎ তাঁর শরীর /দেহ মাটিতে মিশে নাই, সলাত আদায় করছেন, আশেকের আবেদন বা ডাক শুনতে পারেন, অন্যকে স্বপ্নে নির্দেশনা দেন, আশেকের দিকে হাত বের করে দেন ইত্যাদি। এই বিষয়টি শুনার পর থেকেই আমার কেমন কেমন অস্থির এবং মনটা খুবই খারাপ যাচ্ছিল । কারন বিষয়টি আমার জানা জ্ঞ্যানে আল কুরানের সাথে মিলে না । আল্লাহ্ বলেন – ৩:১৮৭> স্মরণ কর, আর আল্লাহ যখন আহলে কিতাবদের নিকট থেকে ওয়াদা গ্রহণ করলেন যে , তোমরা তা (আল্লাহ্র বানীকে) মানু...