হিসাব নিকাশ
হিসাব নিকাশ: ওনারা অর্থাৎ মালাইকাগণ আমরা যা কিছু বলি ( ৫০:১৮) এবং যা কিছু করি তার আমলনামা বা কর্ম লিপি লেখেন ( ৫০:১৭) । এটাকেই অডিও ভিডিও রেকর্ড করছেন লেখা হয়েছে তা দেখিবে (৮৪:৬)। আল্লাহ্ মনের খবর জানেন ( ৫:৭) এই আয়াতের আলোকে মনের কথা, ভাবনা, চিন্তা, পরিকল্পনা শুধু মাত্র আল্লাহ্ জানেন (৩:২৯, ৫০:১৬) । আমরা যা ফেলে যাই বা রেখে যাই তার হিসাব একমাত্র আল্লাহ্ রাখেন (২:১১০ , ৫৭:৭, ১১)। যেমন: সিনেমা হল বানিয়ে গেলেন না কি মসজিদ নির্মাণ করে গেলেন এসব আল্লাহ্ সাক্ষী । সৎ কাজের আদেশ এর ফল যেমন পাবেন, অসৎ কাজের ফলও তেমনি পাবেন, সব আল্লাহর কাছে হিসাব কিয়ামত তক । একটা আয়াত মনে হয় এমন আছে - রবের হিসেবে তোমরা কিয়ামত পর্যন্ত কাটিয়েছ ( ৩০:৫৫,৫৬) । মোট কথা সাক্ষী হিসেবে আল্লাহ্ই যথেষ্ঠ ( ৬:১৯, ১০:২৯,৬০)। ফেরেশতারা যেমন সাক্ষী ( ৫০:১৭-২৩) , মানুষও মানুষের সাক্ষী (২৪:১৩,১৪ ৬৫:২ ), রাসূলও সাক্ষী (২১:৬৭, ৪৮:৮, ৩৯:৬৯, ৭৩:১৫) । মরণের সময়: (মরণের দূতদের দেখে) সে বলিবে হায়! আমার এই জীবনের জন্য / পরকালের জীবনের জন্য আমি যদি কিছু অগ্রিম পাঠাইতাম, (নিজের জন্য...