সন্দিহানদের/সংশয়বাদীদের অন্তর্ভুক্ত হইও না

 

উহারা তোমার নিকট এমন কোন সমস্যা উপস্থিত করে না, যাহার সঠিক সমাধান ও সুন্দর ব্যাখ্যা / তাফসীর আমি তোমাকে দান করি না।
 وَلَا يَاْتُوْنَكَ بِمَثَلٍ اِلَّا جِئْنٰكَ بِالْحَـقِّ وَاَحْسَنَ تَفْسِيْرًا ؕ

সূরা নম্বর: ২৫ আয়াত নম্বর: ৩৩বিভ্রান্ত হবেন না, সংশয়বাদীদের পরিহার করুন, শয়তান মানুষকে পথভ্রষ্ট ও অপদস্ত না করিয়া ছাড়িবে না। তাই রাসুলকে অনুসরণ করতে কুরআন মেনে চলুন ।

(২৫:২৭-৩১ অবলম্বনে)

কিতাবীরাও জানে এই কুরআন সত্য। তারা পূর্ব থেকেই জানতো কিতাব সহ রাসূল আসবেন। আয়াত নাযিল হলো: এই সেই কিতাব যার প্রতীক্ষায় তোমরা ছিলে, এতে কোনোই সংশয় / সন্দেহ নাই । সেই রাসূল আসার পরেই তারা সংশয়বাদীদের মত আচরণ শুরু করলো , যা এখনও চালু আছে , তর্ক বিতর্ক চলছেই । কিন্তু এই কুরআনই সাক্ষী দেয় তাদের কিতাবে যতটুকু সত্য এখনো আছে ।

আল্লাহ্ তাঁর রাসুলকে বলতে বলছেন, এ ভাবে;
বল, ‘তবে কি আমি আল্লাহ্ ব্যতীত অন্যকে সালিস মানিব - যদিও তিনিই তোমাদের প্রতি সুস্পষ্ট কিতাব অবতীর্ণ করিয়াছেন!’ আমি যাহাদেরকে কিতাব দিয়াছি তাহারা জানে যে, উহা তোমার প্রতিপালকের নিকট হইতে সত্যসহ অবতীর্ণ হইয়াছে। সুতরাং তুমি সন্দিহানদের/সংশয়বাদীদের অন্তর্ভুক্ত হইও না।
اَفَغَيْرَ اللّٰهِ اَبْتَغِىْ حَكَمًا وَّهُوَ الَّذِىْۤ اَنْزَلَ اِلَيْكُمُ الْـكِتٰبَ مُفَصَّلاً‌ ؕ وَالَّذِيْنَ اٰتَيْنٰهُمُ الْـكِتٰبَ يَعْلَمُوْنَ اَنَّهٗ مُنَزَّلٌ مِّنْ رَّبِّكَ بِالْحَـقِّ‌ فَلَا تَكُوْنَنَّ مِنَ الْمُمْتَرِيْنَ
সূরা নম্বর: ৬ আয়াত নম্বর: ১১৪

ওনারা অর্থাৎ মালাইকাগণ আমরা যা কিছু বলি ( ৫০:১৮) এবং যা কিছু করি তার আমলনামা বা কর্ম লিপি লেখেন ( ৫০:১৭) । এটাকেই অডিও ভিডিও রেকর্ড করছেন লেখা হয়েছে ।
আল্লাহ্ মনের খবর জানেন ( ৫:৭) এই আয়াতের আলোকে মনের কথা, ভাবনা, চিন্তা, পরিকল্পনা শুধু মাত্র আল্লাহ্ জানেন (৩:২৯, ৫০:১৬) ।
আমরা যা ফেলে যাই বা রেখে যাই তার হিসাব একমাত্র আল্লাহ্ রাখেন (২:১১০ , ৫৭:৭, ১১)।
যেমন: সিনেমা হল বানিয়ে গেলেন না কি মসজিদ নির্মাণ করে গেলেন এসব আল্লাহ্ সাক্ষী । সৎ কাজের আদেশ এর ফল যেমন পাবেন, অসৎ কাজের ফলও তেমনি পাবেন, সব আল্লাহর কাছে হিসাব কিয়ামত তক । একটা আয়াত মনে হয় এমন আছে - রবের হিসেবে তোমরা কিয়ামত পর্যন্ত কাটিয়েছ ( ৩০:৫৫,৫৬) । মোট কথা সাক্ষী হিসেবে আল্লাহ্ই যথেষ্ঠ ( ৬:১৯, ১০:২৯,৬০)। ফেরেশতারা যেমন সাক্ষী ( ৫০:১৭-২৩) , মানুষও মানুষের সাক্ষী (২৪:১৩,১৪ ৬৫:২ ), রাসূলও সাক্ষী (২১:৬৭, ৪৮:৮, ৩৯:৬৯, ৭৩:১৫) ।
May be an image of text that says 'Mohammad Shaha Alam জেলানী সংশয় বাদী ওনারা অডিও ভিডিও রেকর্ড করছেন, মনের কথা, ভাবনা, চিন্তা, পরিকল্পনা শুধু মাত্র আল্লাহ জানেন। আমরা যে ফেলে যাই তার হিসাব আল্লাহ রাখেন সিনেমা হল বানিয়ে গেলেন না কি মসজিদ নির্মাণ করে গেলেন এসব আল্লাহ সাক্ষী I সৎ কাজের আদেশ এর ফল যেমন পাবেন, অসৎ কাজের ফলও তেমনি পাবেন, সব আল্লাহর কাছে হিসাব কিয়ামত তক। একটা আয়াত মনে হয় এমন আছে- রবের হিসেবে তোমরা কিয়ামত পর্যন্ত কাটিয়েছ। মোট কথা সাক্ষী হিসেবে আল্লাহই যথেষ্ঠ। ফেরেশতারা যেমন সাক্ষী, মানুষও মানুষের সাক্ষী, রাসূলও সাক্ষী Like 2h Reply 1'
All reactions:
CH Dhaka and Md. Masud Rana

Comments

Popular posts from this blog

what is Nafs ? নাফস কি?

রাসুল সাঃ এর শীনা চাক আসলে কি ভাবে হয়েছিল? সুদুরে কি হয়?

দুই ঈদের আনুষ্ঠানিকতা