সন্দিহানদের/সংশয়বাদীদের অন্তর্ভুক্ত হইও না
উহারা তোমার নিকট এমন কোন সমস্যা উপস্থিত করে না, যাহার সঠিক সমাধান ও সুন্দর ব্যাখ্যা / তাফসীর আমি তোমাকে দান করি না।
وَلَا يَاْتُوْنَكَ بِمَثَلٍ اِلَّا جِئْنٰكَ بِالْحَـقِّ وَاَحْسَنَ تَفْسِيْرًا ؕ
সূরা নম্বর: ২৫ আয়াত নম্বর: ৩৩বিভ্রান্ত হবেন না, সংশয়বাদীদের পরিহার করুন, শয়তান মানুষকে পথভ্রষ্ট ও অপদস্ত না করিয়া ছাড়িবে না। তাই রাসুলকে অনুসরণ করতে কুরআন মেনে চলুন ।
(২৫:২৭-৩১ অবলম্বনে)
কিতাবীরাও জানে এই কুরআন সত্য। তারা পূর্ব থেকেই জানতো কিতাব সহ রাসূল আসবেন। আয়াত নাযিল হলো: এই সেই কিতাব যার প্রতীক্ষায় তোমরা ছিলে, এতে কোনোই সংশয় / সন্দেহ নাই । সেই রাসূল আসার পরেই তারা সংশয়বাদীদের মত আচরণ শুরু করলো , যা এখনও চালু আছে , তর্ক বিতর্ক চলছেই । কিন্তু এই কুরআনই সাক্ষী দেয় তাদের কিতাবে যতটুকু সত্য এখনো আছে ।
আল্লাহ্ তাঁর রাসুলকে বলতে বলছেন, এ ভাবে;
اَفَغَيْرَ اللّٰهِ اَبْتَغِىْ حَكَمًا وَّهُوَ الَّذِىْۤ اَنْزَلَ اِلَيْكُمُ الْـكِتٰبَ مُفَصَّلاً ؕ وَالَّذِيْنَ اٰتَيْنٰهُمُ الْـكِتٰبَ يَعْلَمُوْنَ اَنَّهٗ مُنَزَّلٌ مِّنْ رَّبِّكَ بِالْحَـقِّ فَلَا تَكُوْنَنَّ مِنَ الْمُمْتَرِيْنَ
সূরা নম্বর: ৬ আয়াত নম্বর: ১১৪
ওনারা অর্থাৎ মালাইকাগণ আমরা যা কিছু বলি ( ৫০:১৮) এবং যা কিছু করি তার আমলনামা বা কর্ম লিপি লেখেন ( ৫০:১৭) । এটাকেই অডিও ভিডিও রেকর্ড করছেন লেখা হয়েছে ।
আল্লাহ্ মনের খবর জানেন ( ৫:৭) এই আয়াতের আলোকে মনের কথা, ভাবনা, চিন্তা, পরিকল্পনা শুধু মাত্র আল্লাহ্ জানেন (৩:২৯, ৫০:১৬) ।
আমরা যা ফেলে যাই বা রেখে যাই তার হিসাব একমাত্র আল্লাহ্ রাখেন (২:১১০ , ৫৭:৭, ১১)।
যেমন: সিনেমা হল বানিয়ে গেলেন না কি মসজিদ নির্মাণ করে গেলেন এসব আল্লাহ্ সাক্ষী । সৎ কাজের আদেশ এর ফল যেমন পাবেন, অসৎ কাজের ফলও তেমনি পাবেন, সব আল্লাহর কাছে হিসাব কিয়ামত তক । একটা আয়াত মনে হয় এমন আছে - রবের হিসেবে তোমরা কিয়ামত পর্যন্ত কাটিয়েছ ( ৩০:৫৫,৫৬) । মোট কথা সাক্ষী হিসেবে আল্লাহ্ই যথেষ্ঠ ( ৬:১৯, ১০:২৯,৬০)। ফেরেশতারা যেমন সাক্ষী ( ৫০:১৭-২৩) , মানুষও মানুষের সাক্ষী (২৪:১৩,১৪ ৬৫:২ ), রাসূলও সাক্ষী (২১:৬৭, ৪৮:৮, ৩৯:৬৯, ৭৩:১৫) ।
Comments
Post a Comment