অহী নিয়ে কথা
আল্লাহু সুবহানাহু ওয়া তায়ালা তাঁর প্রিয় বান্দাকে শেখাচ্ছেন কোথায় কখন কুরআনের কোন অংশটি প্রচার বা তেলাওয়াত করতে হবে, কারণ কুরআন তো রাসুলের অন্তরে বা কোলবে আছে, কিন্তু রাসূল তো জানেন না কোন অবস্থার সাপেক্ষে কোন আয়াত জনগণের কাজে প্রচার করতে হবে । এই ইন্সট্রাকশন বা প্রশিক্ষণ ওহীর মাধ্যমে আগে রাসুলকে বিস্তারিত বুঝানো হয়েছে, তার পর তেলাওয়াত করতে বলা হয়েছে, নিজের মনে যা আসে তাই প্রচার বা প্রকাশ না করতে। তাহলে , এই ওহীর বিষয় বা নির্দেশনা বুঝার জন্য আবার জ্ঞানের অধিকারী হতে হয় । তাই আল্লাহ্ বললেন: তুমি আমার নিকট জ্ঞানের জন্য প্রার্থনা করো বল: "রাব্বি জিদনি ইলমা " رَّبِّ زِدْنِىْ عِلْمًا বলে । (এই লেখা টুকু আমার নিজের বুঝ, দেখুন আপনার কি মনে হয়) । এখন দেখুন কুরআনের আয়াত:
আল্লাহ্ অতি মহান, প্রকৃত অধিপতি। তোমার প্রতি আল্লাহ্র ওহী সম্পূর্ণ হইবার পূর্বে কুরআন পাঠে তুমি ত্বরা করিও না এবং বল, ‘হে আমার প্রতিপালক! আমাকে জ্ঞানে সমৃদ্ধ কর।’
فَتَعٰلَى اللّٰهُ الْمَلِكُ الْحَـقُّ ۚ وَلَا تَعْجَلْ بِالْقُرْاٰنِ مِنْ قَبْلِ اَنْ يُّقْضٰٓى اِلَيْكَ وَحْيُهٗ وَقُلْ رَّبِّ زِدْنِىْ عِلْمًا
সূরা নম্বর: ২০ আয়াত নম্বর: ১১৪
তাড়াতাড়ি ওহী আয়ত্ত করিবার জন্য তুমি তোমার জিহ্বা উহার সঙ্গে সঞ্চালন করিও না।
لَا تُحَرِّكْ بِهٖ لِسَانَكَ لِتَعْجَلَ بِهٖؕ
সূরা নম্বর: ৭৫ আয়াত নম্বর: ১৬
ইহা সংরক্ষণ ও পাঠ করাইবার দায়িত্ব আমারই।
اِنَّ عَلَيْنَا جَمْعَهٗ وَقُرْاٰنَهٗۚ ۖ
সুতরাং যখন আমি উহা পাঠ করি তুমি সেই পাঠের অনুসরণ কর,فَاِذَا قَرَاْنٰهُ فَاتَّبِعْ قُرْاٰنَهٗۚ
সূরা নম্বর: ৭৫ আয়াত নম্বর: ১৮
অতঃপর ইহার বিশদ ব্যাখ্যার দায়িত্ব আমারই।
ثُمَّ اِنَّ عَلَيْنَا بَيَانَهٗؕ
সূরা নম্বর: ৭৫ আয়াত নম্বর: ১৯
((((((এই অতঃপর বা ثُمَّ এর যত ব্যবহার আছে সব কিছুতেই কালক্ষেপণ বা সময় অতিক্রান্ত হওয়ার বিষয় রয়েছে। যেমন মানুষের জন্মের শুরু থেকে মরণ পর্যন্ত বর্ণনার আয়াত গুলিতে ثُمَّ এর ব্যবহার লক্ষ্যণীয়। কথা হচ্ছে অতঃপর এই ব্যাখ্যা গুলো কখন কিভাবে হয়েছে? বিশেষ করে আমরা জানি কুরআন লাইলাতুল কদরে নাযিল হয়েছে । ওহী মারফত রাসুলকে জানানোর পর রাসূল কুরআন পাঠ করেছেন । )))))
দেখুন : নিচের আয়াতটি -
আল্লাহ্ অতি মহান, প্রকৃত অধিপতি। তোমার প্রতি আল্লাহ্র ওহী সম্পূর্ণ হইবার পূর্বে কুরআন পাঠে তুমি ত্বরা করিও না এবং বল, ‘হে আমার প্রতিপালক! আমাকে জ্ঞানে সমৃদ্ধ কর।’
فَتَعٰلَى اللّٰهُ الْمَلِكُ الْحَـقُّ ۚ وَلَا تَعْجَلْ بِالْقُرْاٰنِ مِنْ قَبْلِ اَنْ يُّقْضٰٓى اِلَيْكَ وَحْيُهٗ وَقُلْ رَّبِّ زِدْنِىْ عِلْمًا
সূরা নম্বর: ২০ আয়াত নম্বর: ১১৪
Comments
Post a Comment