আল্লাহর সাথে শীর্ক বা শরিক এর সূত্রপাত
আল্লাহর সাথে শীর্ক বা শরিক এর সূত্রপাত :
শুধু এক আল্লাহ্র কথা একক ভাবে স্বরণ করা হইলে যাহারা আখিরাতে বিশ্বাস করে না তাহাদের বিতৃষ্ণায় মন সংকুচিত হয় / অন্তর কুণ্ঠিত হয় এবং
আল্লাহ্র পরিবর্তে / অন্য কাহাকেও বা অন্যন্য উপাস্যগুলির স্বরণ করা হইলে, তাহারা হঠাৎ আনন্দে উল্লসিত হয়।
সূরা নম্বর: ৩৯ আয়াত নম্বর: ৪৫
(যেমন : ৯৯ বার লা - ইলাহা ইল্লাল্লাহু জিকির করার পর ১ বার লা - ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ্ জিকির না করলে অন্তর ঠান্ডা হয় না, ১০০ পূর্ণ হয় না । অথচ এই কালিমা -
"ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ্ "
কুরআনের কোনো আয়াতে নেই ।)
(দুইটি কালেমা ভিন্ন ভিন্ন ছুরায় পৃথক ভাবে আছে কিন্তু একসাথে লেখা নাই । )
যারা হাদীস বিশারদ তাদের দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলায়হি ওয়াসাল্লাম এর কোন শিক্ষা বা teaching এর দলিল আছে কি?
আমি তো নূহকে পাঠাইয়াছিলাম তাহার সম্প্রদায়ের নিকট। সে বলিয়াছিল, ‘হে আমার সম্প্রদায়! আল্লাহ্র ‘ইবাদত কর, তিনি ব্যতীত তোমাদের অন্য কোন ইলাহ্ নাই, তবুও কি তোমরা সাবধান হইবে না?’
وَلَقَدْ اَرْسَلْنَا نُوْحًا اِلٰى قَوْمِهٖ فَقَالَ يٰقَوْمِ اعْبُدُوا اللّٰهَ مَا لَـكُمْ مِّنْ اِلٰهٍ غَيْرُهٗ ؕ اَفَلَا تَتَّقُوْنَ
وَلَقَدْ اَرْسَلْنَا نُوْحًا اِلٰى قَوْمِهٖ فَقَالَ يٰقَوْمِ اعْبُدُوا اللّٰهَ مَا لَـكُمْ مِّنْ اِلٰهٍ غَيْرُهٗ ؕ اَفَلَا تَتَّقُوْنَ
সূরা নম্বর: ২৩ আয়াত নম্বর: ২৩
যারা ঈমানদার তারা শুধুমাত্র আল্লাহর ইবাদত করে, আল্লাহর কাছেই সাহায্য চায় , কিন্তু যারা মুশরিক অর্থাৎ একাধিক উপাস্যের উপাসনা করে বা ডাকে কিন্তু আল্লাহর নিকট প্রার্থনা করে না , তাদের নিয়ে আল্লাহ্ বলেন:
قُلْ اَرَءَيْتُمْ مَّا تَدْعُوْنَ مِنْ دُوْنِ اللّٰهِ اَرُوْنِىْ مَاذَا خَلَقُوْا مِنَ الْاَرْضِ اَمْ لَهُمْ شِرْكٌ فِى السَّمٰوٰتِؕ اِیْتُوْنِىْ بِكِتٰبٍ مِّنْ قَبْلِ هٰذَاۤ اَوْ اَثٰرَةٍ مِّنْ عِلْمٍ اِنْ كُنْتُمْ صٰدِقِيْنَ
সূরা নম্বর: ৪৬ আয়াত নম্বর: ৪
নিশ্চয়ই তোমাদের ইলাহ্ এক,اِنَّ اِلٰهَكُمْ لَوَاحِدٌ ؕ
যিনি আকাশমণ্ডলী ও পৃথিবী এবং উহাদের অন্তর্বর্তী সমস্ত কিছুর প্রভু এবং প্রভু সকল উদয়স্থলের।
যিনি আকাশমণ্ডলী ও পৃথিবী এবং উহাদের অন্তর্বর্তী সমস্ত কিছুর প্রভু এবং প্রভু সকল উদয়স্থলের।
رَبُّ السَّمٰوٰتِ وَالْاَرْضِ وَمَا بَيْنَهُمَا وَرَبُّ الْمَشَارِقِ ؕ
সূরা নম্বর: ৩৭ আয়াত নম্বর: ৪,৫
শাসক যেমন খুশি বিধান হুকুম বিচার ফয়সালা করতে পারে এই জগতে, কিন্ত কোনই গুরুত্ব নাই ঐ বিধানের, আল্লাহ্ ও তাঁর রাসূলের উপর একজন ঈমানদারের কাছে । (২০:৭২ অবলম্বনে)
Comments
Post a Comment