হক্কুল্লাহ ও হক্কুল ইবাদ

 মুসলিমদের অন্যতম ইবাদত হলো সলাত, সিয়াম, কুরবানি, হজ্ব, যাকাত এগোলো নিয়ে রাসুলের সাথেও তারা বিতর্ক করতো, এখনো তারা বিদ্রুপ করে। কিন্তু সকল ধর্মেই রয়েছে নিজস্ব ইবাদত পদ্ধতি । (২২:৬৭,৬৮,৬৯ অবলম্বনে)


সুরা মাউন এর শিক্ষা কি?

সুরা মাউন এর মূল ধমক বা সতর্কবার্তা কি?
সেটা হলো: যারা মুসুল্লী কিন্তু .....সৎকর্মগুলো করে না তাদের জন্য ধ্বংশ ।
সৎ বান্দা তার প্রভুর কাছে প্রার্থনা বা সলাত করে এবং দুনিয়ার জন্য সৎকর্ম করে বা সলাত করে , এরাই সফলকাম ।
ধরুন, যদি কেহ একটি সৎকর্মও করলো না, কোনো অসৎ কর্মও করলো না তাহলে তার পরিণাম কি হবে ? আল্লাহ্ জানেন ।
অথবা কেহ একটি সৎ কর্ম করলো, ও একটি অসৎ কর্ম করলো তাহলে তার পরিণাম কি হবে ? আল্লাহ্ জানিয়েছেন - একটি সৎ কর্মে ১০টি / গুণ পুরষ্কার ; আর একটি অসৎ কর্মে ১টি তিরষ্কার ।
কিন্তু যে ইচ্ছাকৃত সলাত পরিত্যাগ করলো সে তো মুশরিক হয়ে গেল (৩০:৩১ দেখুন) ।
হক্কুল্লাহ ও হক্কুল ইবাদ বিষয় দুইটিতে অবশ্যই সচেতন থাকতে হবে (৪:৩৬ দেখুন), তাহলেই প্রকৃত মুসুল্লী হবো ইনশা আল্লাহু।

Comments

Popular posts from this blog

what is Nafs ? নাফস কি?

রাসুল সাঃ এর শীনা চাক আসলে কি ভাবে হয়েছিল? সুদুরে কি হয়?

দুই ঈদের আনুষ্ঠানিকতা