সলাত ৫ ওয়াক্ত : কুরআন থেকেই প্রমাণ ।

 সলাত ৫ ওয়াক্ত : কুরআন থেকেই প্রমাণ ।




দিনে রাতে কমপক্ষে 5টি সময় আমরা সলাতের জন্য দাড়াই। এই সময়ের নামের সাথেই সলাতের নাম হয়েছে । যেমন সালাতুল ফজর, সালাতুল ঈশা ।
কিন্তু বাকারার 238 নং আয়াত প্রমাণ করে যে সলাত মোট 5টি সময়ের জন্য নিয়মে বাঁধা ইবাদত ।
আল্লাহ্ বলেন:
যখন তোমরা সালাত সমাপ্ত করিবে তখন দাঁড়াইয়া, বসিয়া এবং শুইয়া আল্লাহ্‌কে স্মরণ করিবে, যখন তোমরা নিরাপদ হইবে তখন যথাযথ সালাত কায়েম করিবে ; নির্ধারিত সময়ে সালাত কায়েম করা মু’মিনদের জন্য অবশ্যকর্তব্য।
فَاِذَا قَضَيْتُمُ الصَّلٰوةَ فَاذْكُرُوا اللّٰهَ قِيَامًا وَّقُعُوْدًا وَّعَلٰى جُنُوْبِكُمْ ۚؕ فَاِذَا اطْمَاْنَنْتُمْ فَاَقِيْمُوا الصَّلٰوةَ‌ ۚ اِنَّ الصَّلٰوةَ كَانَتْ عَلَى الْمُؤْمِنِيْنَ كِتٰبًا مَّوْقُوْتًا
সূরা নম্বর: ৪ আয়াত নম্বর: ১০৩
মূল আলোচনা -
কিভাবে ৫টি সময়ে অর্থাৎ ৫ ওয়াক্তে ৫টি সলাত হয় ।
আল্লাহ্ বলেন:
তোমরা সালাতসমূহের প্রতি যত্নবান হইবে, বিশেষত মধ্যবর্তী সালাতের এবং আল্লাহ্‌র উদ্দেশে তোমরা বিনীতভাবে দাঁড়াইবে;
حَافِظُوْا عَلَى الصَّلَوٰتِ وَالصَّلٰوةِ الْوُسْطٰى
 وَقُوْمُوْا لِلّٰهِ قٰنِتِيْنَ
সূরা নম্বর: ২ আয়াত নম্বর: ২৩৮
বহুবচন , দুইয়ের অধিক সলাত - الصَّلَوٰتِ
الصَّلٰوةِ - একটি সলাত
وَالصَّلٰوةِ الْوُسْطٰى - মধ্যবর্তী একটি সলাত বা মধ্যবর্তী সলাত ।
الصَّلَوٰتِ
দুইয়ের অধিক সলাত । অর্থাৎ কমপক্ষে 3টি সলাত- বহুবচন
এবং الصَّلٰوةِ الْوُسْطٰى একটি মধ্যবর্তী সলাত
= সর্বমোট ৪টি সলাত ।
কিন্তু মোট ৪ টি সলাত হলে মধ্যবর্তী সলাত হয় না ।
অর্থাৎ ৪ এর মধ্যবর্তী সংখ্যা নাই ।
এবার বহুবচন এর সংখ্যা ৩+১ = ৪ হলে সালাতুল অসতা বা মধ্যবর্তী সলাত টি যথাযথ হবে ।
অর্থাৎ
الصَّلَوٰتِ = ৪ টি সময়ের ৪টি সলাত হলে
এবং الصَّلٰوةِ الْوُسْطٰى একটি মধ্যবর্তী সলাত হলে
= সর্বমোট ৫ টি সলাত ।
এখন মোট ৫ টি সলাত হলে , ৫ এর মধ্যবর্তী একটি সলাত হয় ।
২+১+২ = ৫ টি সলাত বা ৫টি সময়ের নির্ধারিত সলাত বা সময় নির্ভর ফরজ সলাত ।
কুরআনে অনেক আয়াতে এই وسْطٰى শব্দটি প্রায় একই রকম অর্থে এসেছে । যেমন মিসকিন কে মধ্যম ধরনের খাবার দাও।

Comments

Popular posts from this blog

what is Nafs ? নাফস কি?

ফুয়াদা/ আফঈদা বা বুদ্ধিমত্তা

দুই ঈদের আনুষ্ঠানিকতা