হিসাব চলমান থাকে পুনরুত্থান পর্যন্ত
সন্তানদের জন্য অসৎপন্থায় সম্পদ অর্জন করছেন? আল্লাহ্ কি সবকিছু দেখছেন না, শুনছেন না, সবকিছু জানেন না, না কি তাঁকে স্মরণ নেই, না কি আল্লাহর সাথে চালাকি বা মুনাফেকি করছেন, আবার নামাযও পড়ছেন? আল্লাহ্ বলেন:
‘হে মু’মিনগণ ! তোমাদের ঐশ্বর্য ও সন্তান - সন্ততি যেন তোমাদেরকে আল্লাহ্র স্মরণে উদাসীন না করে, যাহারা উদাসীন হইবে তাহারাই তো ক্ষতিগ্রস্ত।
সূরা নম্বর: ৬৩ আয়াত নম্বর: ৯
মরণের দূত আসবেই, এতে কোন সন্দেহ নেই, মরণের সময় সে যা দেখে আমরা পাশে থেকেও তা দেখি না, যা বলে আমরা তো তা শুনিনা। এই আয়াতে মরণক্ষণের একটি চিত্র ফুটে উঠেছে। বুঝা যায় কঠিন সময়ে আপনার সৎকর্ম এবং সদাকা ঢাল রূপে উপস্থিত হয়ে কথা বলবে আপনার পক্ষে । আল্লাহ্ বলেন:
وَاَنْفِقُوْا مِنْ مَّا رَزَقْنٰكُمْ مِّنْ قَبْلِ اَنْ يَّاْتِىَ اَحَدَكُمُ الْمَوْتُ فَيَقُوْلَ رَبِّ لَوْلَاۤ اَخَّرْتَنِىْۤ اِلٰٓى اَجَلٍ قَرِيْبٍۙ فَاَصَّدَّقَ وَاَكُنْ مِّنَ الصّٰلِحِيْنَ
সূরা নম্বর: ৬৩ আয়াত নম্বর: ১০
কিন্তু যখন কাহারও নির্ধারিত কাল উপস্থিত হইবে, তখন আল্লাহ্ তাহাকে কিছুতেই অবকাশ দিবেন না। তোমরা যাহা কর আল্লাহ্ সে সম্বন্ধে সবিশেষ অবহিত।
وَلَنْ يُّؤَخِّرَ اللّٰهُ نَفْسًا اِذَا جَآءَ اَجَلُهَاؕ وَاللّٰهُ خَبِيْرٌۢ بِمَا تَعْمَلُوْنَ
সূরা নম্বর: ৬৩ আয়াত নম্বর: ১১
Abdullah Al Noman
মৃত্যুর পুর্বেই ভালো কাজ করতে হবে,, মৃত্যু উপস্তিতি হলে আর সুযোগ নেই, এটাই বুজিয়েছেন আল্লাহু সুবহানাহু ওয়াতাআ'লা
মরণের সাথেই ইবাদত বন্ধ হলেও আল্লাহর বিধানে হিসাব চালু রাখেন আমাদের পুনরুত্থান দিবস পর্যন্ত । ভাল কাজের ভাল ফল, মন্দ কাজের মন্দ ফল চলমান থাকে পুনরুত্থান পর্যন্ত । তাই মরণেই জীবন শেষ নয়। (৩০:৫৫,৫৬ অনুসারে)

Sahih International
And the Day the Hour appears the criminals will swear they had remained but an hour. Thus they were deluded.Bangla
যেদিন কেয়ামত সংঘটিত হবে, সেদিন অপরাধীরা কসম খেয়ে বলবে যে, এক মুহুর্তেরও বেশী অবস্থান করিনি। এমনিভাবে তারা সত্যবিমুখ হত।
Sahih International
But those who were given knowledge and faith will say, "You remained the extent of Allah 's decree until the Day of Resurrection, and this is the Day of Resurrection, but you did not used to know."Bangla
যাদের জ্ঞান ও ঈমান দেয়া হয়েছে, তারা বলবে আমরা আল্লাহর কিতাব মতে পুনরুত্থান দিবস পর্যন্ত অবস্থান করেছি। এটাই পুনরুত্থান দিবস, কিন্তু তোমরা তা জানতে না।"ভালো কাজের ভালো ফল মন্দ কাজের মন্দ ফল চলমান থাকে"। এর মানে কি?
4:85> সৎ কাজের সুপারিশে সুফলের অংশ, অসৎ কাজের সুপারিশে কুসুফলের অংশ
إِنَّا نَحْنُ نُحْيِي الْمَوْتَىٰ وَنَكْتُبُ مَا قَدَّمُوا وَآثَارَهُمْ ۚ وَكُلَّ شَيْءٍ أَحْصَيْنَاهُ فِي إِمَامٍ مُّبِينٍ
Sahih International
Indeed, it is We who bring the dead to life and record what they have put forth and what they left behind, and all things We have enumerated in a clear register.Bangla
আমিই মৃতদেরকে জীবিত করি এবং তাদের কর্ম ও কীর্তিসমূহ/ যা কিছূ ফেলে আসে লিপিবদ্ধ করি। আমি প্রত্যেক বস্তু স্পষ্ট কিতাবে সংরক্ষিত রেখেছি।
Comments
Post a Comment