কবর ওয়াক্ত সালাম কালেমা হাদীস

 কুরআন অনুসারে :

১. কবরে নেয়ার মুহূর্তে অর্থাৎ মৃত্যু ক্ষণে ফেরেশতাদের সাথে প্রশ্নের সম্মুখীন হতে হয় । তারপর আল্লাহ্ করেন কবরস্থ। (আমরা দাফন করি বা ভাসিয়ে দেই বা পুড়িয়ে ফেলি, অর্থাৎ এই কবর কবর না ) । মরণের পর কেহ পাবে আরামের ঘুম আর কেহ পাবে অশান্তি অস্থিরতা কিয়ামত পর্যন্ত । 

২. লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ্ এই কালিমা কোন জ্ঞানী মুসলিম বলবে না, এই কালেমা কুরআনে নাই, তাই কোন সহীহ হাদীসেও থাকতে পারে না । এখানে আল্লাহু মুহাম্মাদু হয়ে গেছে , দুই কালেমা একসাথে লেখাটাই ভুল । এজন্য মসজিদে, গাড়িতে, বাসে, ট্রাকে , বাড়িতে, অটোতে আল্লাহু মুহাম্মাদু প্রচার হয়েছে কিন্তু কুরআনে আল্লাহু মুহাম্মাদু নাই ।

৩. হাদিসের মধ্যে মিথ্যা হাদিসের সংখ্যাই বেশি । যে হাদীস রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত পৌঁছেছে কুরআনের আয়াতের সাথেও মিলেছে সেই হাদীস অস্বীকার কারী কক্ষনোই কুরআনের অনুসারী নয়, সে ফিতনা ছড়াচ্ছে ।

৪. আসসালামু আলাইকুম কুরআনে আছে । সালামুন আলাইকুমও কুরআনে আছে । কিন্তু উভয়টির ক্ষেত্রেই ওয়া রাহমাতুল্লাহ যুক্ত করে বলাই কুরআনের আলোকে যুক্তিযুক্ত।

৫. সুরা বাকারার ২:২৩৮ আয়াত অনুযায়ী প্রমাণিত সলাত ৫ ওয়াক্ত ।

Comments

Popular posts from this blog

what is Nafs ? নাফস কি?

রাসুল সাঃ এর শীনা চাক আসলে কি ভাবে হয়েছিল? সুদুরে কি হয়?

দুই ঈদের আনুষ্ঠানিকতা