Posts

Showing posts from February, 2025

হিসাব নিকাশ

 হিসাব নিকাশ: ওনারা অর্থাৎ মালাইকাগণ আমরা যা কিছু বলি ( ৫০:১৮) এবং যা কিছু করি তার আমলনামা বা কর্ম লিপি লেখেন ( ৫০:১৭) । এটাকেই অডিও ভিডিও রেকর্ড করছেন লেখা হয়েছে তা দেখিবে (৮৪:৬)।  আল্লাহ্ মনের খবর জানেন ( ৫:৭) এই আয়াতের আলোকে মনের কথা, ভাবনা, চিন্তা, পরিকল্পনা শুধু মাত্র আল্লাহ্ জানেন (৩:২৯, ৫০:১৬) ।  আমরা যা ফেলে যাই বা রেখে যাই তার হিসাব একমাত্র আল্লাহ্ রাখেন (২:১১০ , ৫৭:৭, ১১)।  যেমন: সিনেমা হল বানিয়ে গেলেন না কি মসজিদ নির্মাণ করে গেলেন এসব আল্লাহ্ সাক্ষী । সৎ কাজের আদেশ এর ফল যেমন পাবেন, অসৎ কাজের ফলও তেমনি পাবেন, সব আল্লাহর কাছে হিসাব কিয়ামত তক । একটা আয়াত মনে হয় এমন আছে - রবের হিসেবে তোমরা কিয়ামত পর্যন্ত কাটিয়েছ ( ৩০:৫৫,৫৬)  । মোট কথা সাক্ষী হিসেবে আল্লাহ্ই যথেষ্ঠ ( ৬:১৯, ১০:২৯,৬০)। ফেরেশতারা যেমন সাক্ষী ( ৫০:১৭-২৩) , মানুষও মানুষের সাক্ষী (২৪:১৩,১৪  ৬৫:২ ), রাসূলও সাক্ষী (২১:৬৭,  ৪৮:৮, ৩৯:৬৯, ৭৩:১৫)  । মরণের সময়: (মরণের দূতদের দেখে) সে বলিবে হায়! আমার এই জীবনের জন্য / পরকালের জীবনের জন্য আমি যদি কিছু অগ্রিম পাঠাইতাম, (নিজের জন্য...

শান্তি স্থাপন করা মুমিনদের একান্ত দায়িত্ব ও কর্তব্য:

 ইসলাম শান্তির ধর্ম: শান্তি স্থাপন করা মুমিনদের একান্ত দায়িত্ব ও কর্তব্য: তোমরা সৎকাজ, আত্মসংযম ও মানুষের মধ্যে শান্তি স্থাপন হইতে বিরত রহিবে - এই শপথের জন্য আল্লাহ্‌র নামকে তোমরা অজুহাত করিও না। আল্লাহ্‌ সর্বশ্রোতা, সর্বজ্ঞা। وَلَا تَجْعَلُوا اللّٰهَ عُرْضَةً لِّاَيْمَانِکُمْ اَنْ تَبَرُّوْا وَتَتَّقُوْا وَتُصْلِحُوْا بَيْنَ النَّاسِ‌ؕ وَاللّٰهُ سَمِيْعٌ عَلِيْمٌ সূরা নম্বর: ২ আয়াত নম্বর: ২২৪ ঘরে বাইরে আচার ব্যবহারে একজন মুসলিমের দায়িত্ব: তোমরা আল্লাহর ‘ইবাদত করিবে ও কোন কিছুকে তাঁহার শরীক করিবে না; এবং পিতা - মাতা, আত্মীয় - স্বজন, ইয়াতীম, অভাবগ্রস্ত, নিকট - প্রতিবেশী, দূর - প্রতিবেশী, সঙ্গী - সাথী, মুসাফির ও তোমাদের অধিকারভুক্ত দাস - দাসীদের প্রতি সদ্ব্যবহার করিবে। নিশ্চয়ই আল্লাহ্ পসন্দ করেন না দাম্ভিক, অহংকারীকে। وَاعْبُدُوا اللّٰهَ وَلَا تُشْرِكُوْا بِهٖ شَيْــًٔـا‌ ؕ وَّبِالْوَالِدَيْنِ اِحْسَانًا وَّبِذِى الْقُرْبٰى وَالْيَتٰمٰى وَ الْمَسٰكِيْنِ وَالْجَـارِ ذِى الْقُرْبٰى وَالْجَـارِ الْجُـنُبِ وَالصَّاحِبِ بِالْجَـنْۢبِ وَابْنِ السَّبِيْلِ ۙ وَمَا مَلَـكَتْ اَيْمَانُكُمْ...

মুহাম্মাদুর রাসুলুল্লাহ এর দায়িত্ব ও কর্তব্য

 মুহাম্মাদুর রাসুলুল্লাহ এর দায়িত্ব ও কর্তব্য বিষয়ে অবতীর্ণ জ্ঞান আমাদের সামান্য (৯:৯৭) । যতটুকু উল্লেখ্য : ১. আয়াত তেলাওয়াত করা ২. কিতাব শিক্ষা দেয়া ৩. হিকমত শিক্ষা দেয়া ৪. পবিত্র করা ৫. অনেক অজানা বিষয় শিক্ষা দেয় ৬. সুসংবাদ প্রচার করা ৭. আযাব সমন্ধে সাবধান বা সতর্ক করা ৮. স্পষ্টভাবে (অবতীর্ণ বিষয় সমূহ বুঝিয়ে ) পৌঁছাইয়া দেওয়া ৯. উম্মতের সাক্ষীরূপে ১০. আল্লাহ্‌র দিকে আহ্বানকারীরূপে এবং ১১. উজ্জ্বল প্রদীপরূপে (যা ফুৎকারে নিভানো যায় না)। এবার আয়াত সমুহ দেখুন: ‘হে আমাদের প্রতিপালক! তাহাদের মধ্য হইতে তাহাদের নিকট একজন রাসূল প্রেরণ করিও - যে তোমার আয়াতসমূহ তাহাদের নিকট তিলাওয়াত করিবে; তাহাদেরকে কিতাব ও হিক্‌মত শিক্ষা দিবে এবং তাহাদেরকে পবিত্র করিবে। তুমি তো পরাক্রমশালী, প্রজ্ঞাময়।’ رَبَّنَا وَابْعَثْ فِيْهِمْ رَسُوْلًا مِّنْهُمْ يَتْلُوْا عَلَيْهِمْ اٰيٰتِكَ وَيُعَلِّمُهُمُ الْكِتٰبَ وَالْحِكْمَةَ وَ يُزَكِّيْهِمْ‌ؕ اِنَّكَ اَنْتَ الْعَزِيْزُ الْحَكِيْمُ সূরা নম্বর: ২ আয়াত নম্বর: ১২৯ যেমন আমি তোমাদের মধ্য হইতে তোমাদের নিকট রাসূল প্রেরণ করিয়াছি, যে আমার আয়াতসমূহ তোমাদের নিকট...