সালাম নিয়ে কথা
وَ السَّلٰمُ عَلٰى مَنِ اتَّبَعَ الْهُدٰى আসসালামু আলা মানেত্তাবা আল হুদা এবং শান্তি তাহাদের প্রতি যাহারা অনুসরণ করে সৎপথ। সম্পূর্ণ আয়াত দেখুন: সুতরাং তোমরা তাহার নিকট যাও এবং বল, ‘আমরা তোমার প্রতিপালকের রাসূল, সুতরাং আমাদের সঙ্গে বনী ইস্রাঈলকে যাইতে দাও এবং তাহাদেরকে কষ্ট দিও না, আমরা তো তোমার নিকট আনিয়াছি তোমার প্রতিপালকের নিকট হইতে নিদর্শন এবং শান্তি তাহাদের প্রতি যাহারা অনুসরণ করে সৎপথ। فَاْتِيٰهُ فَقُوْلَاۤ اِنَّا رَسُوْلَا رَبِّكَ فَاَرْسِلْ مَعَنَا بَنِىْۤ اِسْرَآءِيْلَ ۙ وَلَا تُعَذِّبْهُمْ ؕ قَدْ جِئْنٰكَ بِاٰيَةٍ مِّنْ رَّبِّكَ ؕ وَالسَّلٰمُ عَلٰى مَنِ اتَّبَعَ الْهُدٰى সূরা নম্বর: ২০ আয়াত নম্বর: ৪৭ আরেকটি আয়াত দেখুন আসসালামু এই কথা যুক্ত দোয়ার ব্যবহার - وَ السَّلٰمُ عَلَىَّ আসসালামু আলাইয়া আমার নিজের প্রতি সালাম বর্ষিত হোক ‘আমার প্রতি শান্তি যেদিন আমি জন্মলাভ করিয়াছি, যেদিন আমার মৃত্যু হইবে এবং যেদিন জীবিত অবস্থায় আমি উত্থিত হইব।’ وَالسَّلٰمُ عَلَىَّ يَوْمَ وُلِدْتُّ وَيَوْمَ اَمُوْتُ وَيَوْمَ اُبْعَثُ حَيًّا সূরা নম্বর: ১৯ আয়াত নম্বর: ৩৩ এবার দেখুন :...